হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষার্থীদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা-২০২৫ ও এর পুরস্কার বিতরণী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬মার্চ) শ্রেণিকক্ষে দিনব্যাপী এসব আয়োজন করেন বিভাগটির শিক্ষার্থীরা। বিকেলে দোয়া ও ইফতার মাহফিলে কুইজ প্রতিযোগিতায় প্রথম ১০ বিজয়ীর মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এতে বিভাগটির চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায়, অন্যান্য শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. মো. নাজিম উদ্দীন, প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার সহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ২০ ব্যাচের শিক্ষার্থী নেওয়াজ আফ্রিদি।
এ জাতীয় আরো খবর..