হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্রেডিট ফি ২০ টাকা কমে ১৩০ টাকা করা হচ্ছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্বিবদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের আলোচনা সভায় এ ক্রেডিট ফি কমানো হয়।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বলেন, ১৫০ টাকা ক্রেডিট ফি আমাদের উপর এক প্রকার জুলুম। আমাদের দাবি ছিল তা যেন সর্বোচ্চ ৮০ টাকায় নামিয়ে আনা হয়। অথচ তা হলোনা। আন্দোলন খুব বেশি ফলপ্রসূ হলো না।
উল্লেখ্য, ক্রেডিট ফি কমানোর এ আন্দোলন বিভিন্ন সময়ে সংগঠিত হলেও আশানুরূপ ফল পায়নি শিক্ষার্থীরা। এবার ক্রেডিট ফি ২০ টাকা কমানো হলেও অন্যান্য সকল ফি অপরিবর্তিত রয়েছে।
এ জাতীয় আরো খবর..