হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যাত্রা শুরু করলো হাবিপ্রবি ক্রিকেট ক্লাব। এতে শাহ আলম সরকার সোহানকে সহ-সভাপতি ও মো: আকিব রেজাকে সাধারণ সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাহবুব উল হাসান স্বাক্ষরিত পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি গঠনে প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং উপদেষ্টা হলেন অধ্যাপক ড. এস.এম. এমদাদুল হাসান পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ। ক্রিকেট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন মো: মাহাবুব-উল-হাসান), পরিচালক (ভারপ্রাপ্ত) শারীরিক শিক্ষা বিভাগ।
৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে ট্রেজারারের দায়িত্বে রয়েছেন মো: রাসেল ইসলাম, সহকারী পরিচালক,শারীরিক শিক্ষা বিভাগ। এছাড়াও রেজিস্টার পদে আবদুল্লাহ আল মারুফ এবং সাংগঠনিক সম্পাদক পদে মুনতাসির রহমান সাকিব, মিনহাজুল ইসলাম ফাহিম এবং হাসান মাহমুদ ইমন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি শাহ আলম সরকার সোহান বলেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। দীর্ঘ দিন পর আমাদের হাবিপ্রবি ক্রিকেট ক্লাব হলো। আমাদের হাবিপ্রবিতে অনেক ভালো মানের ক্রিকেট খেলোয়াড় থাকলেও একটা প্লাটফর্মের অনেক দরকার ছিলো,সেজন্য বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখাকে ধন্যবাদ। আমাদের লক্ষ্য তরুণ ক্রিকেটার খুজে বের করে, তাদের সঠিক দিকনির্দেশনা দিয়ে ক্রিকেটর প্রতি ডেডিকেটেড রাখা। যে কথা না বললেই নয়, আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সাফল্য বয়ে নিয়ে আসার পাশাপাশি জাতীয় মানের ক্রিকেটার বের করে নিয়ে আসা আমাদের ক্লাবের লক্ষ্য।
উল্লেখ্য, পূর্বে বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
এ জাতীয় আরো খবর..