দেশে দরিদ্রের হার এখনও চোখে পড়ার মতো।কিন্তু এর মাঝেও কেউ কাজ করে বা কেউ ভিক্ষা-সাহায্য নিয়ে দিনাতিপাত করছে। তবে যাদের কাছে আত্মসম্মান বড়, তারা কঠিন সংগ্রামের মধ্যেও নিজেদের আহার সংগ্রহের জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছেন।
পাবনার আটঘরিয়া উপজেলার গোপালপুরের হাকিম মোল্লার পরিবারের সদস্যদের ক্ষেত্রে এরকমটাই দেখা যায়। সব সময় দারিদ্রের ছাপ দেখা যায় পরিবার টিতে। ৩ সদস্যের ছোট্ট সংসার হলেও তাদের কষ্টে দিন পার করতে হচ্ছে।
হাকিম মোল্লা (৯০) এর পরিবারে তার সহধর্মিনী রিজিয়া (৮০) ও মেয়ে রাকিয়া (৫০) রয়েছে। ৩ জনের বয়সজনিত রোগ থাকা সত্তেও হাকিম মোল্লা এলাকা-স্কুলে ছোটদের খাবার বিক্রি করেন।তবে করোনা কালীন সময়ে স্কুল শিক্ষার্থী না আসায় একদিকে ব্যবসার টানা পোড়েন শুরু হয়েছে।
হাকিম মোল্লার স্ত্রী ও মেয়ে অন্যের বাড়িতে ঘর ধোয়া মোছা,কাপড় কাচা সহ বিভিন্ন কাজ করে জীবীকা নির্বাহ করছেন।
সামান্য জমির উপর দোচালা ঘর তুলে দিন কাটাচ্ছেন তারা।কোনো কোনো দিন না খেয়েও থাকতে হয় তাদের। তবুও কারো কাছে হাত পাতেন না তারা।
হাকিম মোল্লার মেয়ে রাকিয়া খাতুন বলেন, মেয়ে মানুষ হয়ে এই বয়সে অন্যের বাড়ি কাজ করে খেতে হয়। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। তখন দিনের খাদ্য যোগাড় করা কঠিন হয়ে পড়ে।
হাকিম মোল্লা বলেন, নিজে কর্ম করে খাই। এতে সুখ আছে। আল্লাহ সং পথে হালাল ব্যবসা করার মাধ্যমে জীবিকার ব্যবস্থা করেছেন। ছোট পরিসর হলেও আল্লাহর শুকরিয়া করি।
অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দিশেহারা এই ছোট্ট পরিবারটি। কষ্টের এই সংসারে সরকারি সহযোগিতার আশা করছেন রাকিয়া খাতুন।
এ জাতীয় আরো খবর..