র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর আভিযানে, লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নতুন ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা মডেল থানার মামলা নং- ১৩, মূলে আসামী মোঃ লিমন মিয়া (২৮), পিতা- মোঃ ইমান আলী ফকির, সাং- সাতপাটি, থানা- সদর, জেলা- নেত্রকোনা’কে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামী’কে র্যাব-১৪ বরাবর হস্তান্তর করা হয়েছে।