নিখোঁজের ১৯ দিন পর অস্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনাটি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের।
নিহত অস্টম শ্রেনীর ছাত্রী মরিয়ম আক্তার ওই গ্রামের কবির হাওলাদারের মেয়ে।
আজ শনিবার বিকেলে নিহত মরিয়মের বাবা জানিয়েছেন, গত ৭ জুলাই নিজ শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব কাদিরাবাদ স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রহস্যজনক ভাবে মরিয়ম নিখোঁজ হয়।
যথাসময়ে মরিয়ম স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় স্কুল, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মরিয়মের কোন সন্ধান মেলেনি।
পরবর্তীতে গত ৮ জুলাই নিখোঁজের ঘটনায় তিনি (কবির হাওলাদার) কাজিরহাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
কবির হাওলাদার আরো জানান, গত ২৫ জুলাই সন্ধ্যায় স্থানীয় মিলন খান তাকে ফোন করে জানায় একই এলাকার মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশের ডোবায় একটি লাশের অংশ ভাসছে।
খবর পেয়ে তিনি (কবির) ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের অর্ধগলিত অংশ বিশেষ দেখতে পেয়ে কাজিরহাট থানা পুলিশকে অবহিত করেন।
কাজিরহাট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের একটি পায়ের অংশসহ শরীরের বিভিন্ন অংশ বিশেষ পরিত্যক্ত ডোবার থেকে উদ্ধার করে।
এসময় লাশের সাথে থাকা সবুজ স্কুল ড্রেস এবং কালো রঙ্গের কোমর বন্ধনী এবং স্কুল ব্যাগ দেখে মরিয়মের বাবা লাশ সনাক্ত করেন।
ওসি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহত মরিয়মের বাবা কবির হাওলাদার বাদী হয়ে কাজিরহাট থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।