সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরের মৃত্যুকে ঘিরে রহস্য। মৃত্যুর কারন জানতে আদালতের নির্দেশে দাফনের ৬ দিন পর শ্মশান থেকে লাশ উত্তোলন করে জগন্নাথপুর থানা পুলিশ। লিংকন বিশ্বাস নামের এই কিশোরের মৃত্যু ও লাশ উত্তোলন নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের এক সাবেক ইউপি সদস্য লুলু মিয়ার খামারবাড়িতে লিংকন বিশ্বাস নামের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়। সে ইউনিয়ন নয়াসন্দর গ্রামের শ্রীকান্ত বিশ্বাসের ছেলে। খামারবাড়িতে কর্মরত লিংকন বিশ্বাসের মৃত্যু আমগাছ থেকে পড়ে পুকুরের পানিতে ডুবে হয়েছে বলে জানায় খামার কর্তৃপক্ষ। দুর্ঘটনায় কবলে মৃত্যু হওয়ায় প্রশাসনকে না জানিয়ে লিংকনের মরদেহ সমাধিস্থ করে পরিবার ও খামার কর্তৃপক্ষ। দাফনের পর
লিংকনের মৃত্যু নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। পরিবার ও এলাকাবাসীর দাবি কিশোর লিংকনের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। রহস্যজনক মৃত্যুর পেছনে খামার কর্তৃপক্ষ হাত থাকতে পারে বলে অভিযোগ উঠে। মৃত্যুর কারণ উদঘাটন করলে আসল রহস্য বের হয়ে আসতে পারে বলে দাবি স্বজনদের। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে জগন্নাথপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহতের পরিবার।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে মৃত্যুর কারন উদঘাটনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে ২৭ জুন বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে শ্মশান থেকে মরদেহ উত্তোলন করে জগন্নাথপুর থানা পুলিশ।
এদিকে নিহত লিংকনের পরিবারের দাবি, লিংকন সুস্থ ও স্বাভাবিক ছিল। সে সাঁতার জানতো। ছোট্ট আম গাছ থেকে পড়ে মৃত্যু হতে পারে না এর পেছনে অন্যকোনো কারন থাকতে পারে। মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি স্বজনদের।
লিংকন বিশ্বাসের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা জানান সংশ্লিষ্টরা।