মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ আঃ মালেক (৪৬) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারী) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার দক্ষিন ধল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা এলাকার জয়নাল আবেদীন ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।
জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনা ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম মোল্যা এর তত্বাবধায়নে থানার এসআই (নিঃ) শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিন ধল্লা এলাকার জনৈক মোঃ পর্বত আলীর দোকানের সামনে ইটের সলিং এর রাস্তায় অভিযান পরিচালনা করে আঃ মালেক (৪৬) কে গ্রেপ্তার করে।
এসময় তার নিকট থেকে ৬০ পিস (ছয় গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম মোল্যা বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে আঃ মালেক নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।