সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে ২ অসহায় গৃহহীনকে নিজস্ব অর্থয়ানে গৃহদান করলেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার।
রবিবার(১৭ অক্টোবর) দুপুরে ইয়ারপুর ইউনিয়নের ২টি গৃহহীন পরিবারকে নিজ অর্থায়নে টিনসেট পাকা ভবন আশুলিয়া থানা যুবলীগ আহবায়ক মোঃ কবির হোসেন সরকার গৃহহীনের মাঝে গৃহের চাবি হস্তান্তর করেন। যারা গৃহ পেয়েছেন তারা হলেন-সাহিদা বেগম (৫০) ও প্রতিবন্ধী আবু সায়েদ,(৭৫)।
ঘর পেয়ে সাহিদা বেগম বলেন, আমার মাথা গুজার স্থান ছিল না। কবির ভাই আজ আমাদের মাথা গোঁজার করে দিয়েছেন। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন,৪ শতাংশ জমির উপর নির্মিত ঘর দুইটির মোট ব্যয় হয়েছে প্রায় আট লক্ষ টাকা।
ঘরটিতে ২টি শয়ন কক্ষ, ১টি গোসলখানা ও ১ রান্না ঘর সহ সামনে বারান্দাও রয়েছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সারাদেশের প্রতিটি জেলায় অসহায় গৃহহীন মানুষকে বিনামূল্যে গৃহনির্মাণ করে দেবার কর্মসূচি হাতে নেয়া হয়। সেই কর্মসূচির নাম দেওয়া হয় আশ্রয় কর্মসূচি।
দেশব্যাপী যুবলীগের সকল ইউনিটকে নিজ নিজ এলাকার গৃহহীন মানুষ চিহ্নিত করে সচ্ছল যুবলীগ নেতাকর্মীর মাধ্যমে গৃহনির্মাণের নির্দেশনা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ অক্টোবর) দেশের বিভিন্ন জেলার গৃহহীনদের মাঝে গৃহদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক মইনুল ইসলাম ভুইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নুরুল আমিন সরকার,যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন জয়, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, যুবলীগ নেতা সাকিল হাসান লেলিন,যুবলীগ নেতা আবুল হোসেন ভুইঁয়াসহ যুবলীগের সকল নেতাকর্মী।