মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবেক স্বামীর দেওয়া পেট্রোলে ঝলছে যাওয়া গার্মেন্টস কর্মী সাথী আক্তার দীর্ঘ ১২ দিন পর মৃত্যুরবণ করেছে।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তার মৃত্যু হয়।
এর আগে, গত ২৮ জানুয়ারি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল সাথি। মধ্যরাতে সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে সাথীরের হাত-মুখ মারাত্বকভাবে ঝলছে যায়।
পরে সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাথীকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন হাসপাতালের চিকিৎসকেরা। বার্ন ইউনিটে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা যান তিনি।
সাথীর মা জুলেখা বেগম জানায়, ছোট বোনকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো সাথী। ২৮ জানুয়ারি মধ্যরাতে সাথীর সাবেক স্বামী নাঈম ভাঙ্গা জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এসময় সঙ্গে সঙ্গে সাথীর হাত-মুখ মারাত্বকভাবে ঝলসে যায়।
এদিকে সাথীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার দায়ে নাঈমকে গ্রেফতার শেষে ০২ জানুয়ারী দুপুরে কারাগারে পাঠিয়েছে মানিকগঞ্জ র্যাব ৪, সিপিসি ৩ এর একটি অভিযানিক দল।