মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে রতন বসাক (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শনিবার (৮ জানুয়ারী) সকালে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত যুবক সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকার রামা বসাকের পুত্র। সে উপজেলার দরগ্রাম বাজারে মোবাইল ফোন ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী করেন।
মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবক রতন বসাক নিজের পরিচয় গোপন করে উপজেলার এক সন্তানের জননী ওই গৃহবধুর প্রেমের সর্ম্পক স্থাপনের চেষ্টা করে।
পরবর্তিতে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন।
সাটুরিয়া থানার ডিউটি অফিসার এএসআই মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, শনিবার সকালে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত যুবককে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই গৃহবধুকে ডাক্তারি পরিক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার এসআই সালেকুজ্জান জানায়, শনিবার সকালে ধর্ষণের ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধারায় ৪ জনের নামে মামলা দায়ের করেছে।
মামলার প্রধান আসামী রতন বসাককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।