সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সরব হাবিপ্রবির ছাত্র কল্যাণ সমিতি, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার ঘোষণা বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু গৌরনদীতে ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর বরিশালে সড়ক দূর্ঘটনায় চিকিৎসক নিহত মুচলেকা দিলে মামলা ও জিডি প্রত্যাহার করা হবে : ববি উপাচার্য আমির হোসেন আমুর প্রভাবে অপসোনিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ড. ইউনুস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক; ব্যারিস্টার ফুয়াদ ১৮ বছর পরে নারী নেতৃত্বে উত্তরণ আসতে শুরু করেছেন ক্যান্ডিডেট-অভিবাবকেরা; প্রশ্নফাঁসের গুঞ্জনে কান না দিতে পরামর্শ 

সরব হাবিপ্রবির ছাত্র কল্যাণ সমিতি, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার ঘোষণা

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২ বার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সরব হয়েছে বিভিন্ন জেলার ছাত্র কল্যাণ সমিতি গুলো।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার কারণে অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল জেলা ছাত্র কল্যাণ সমিতি গুলো। এবার স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে হাবিপ্রবি।
নিজ জেলা থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন এসব সমিতি গুলো। নতুন করে দেওয়া হয়েছে কমিটি।
পাবনা-সিরাজগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির ২৪ ব্যাচের শিক্ষার্থী শ্রাবণ বলেন, গুচ্ছের কারণে আমরা জেলা কল্যাণ সমিতি বা অন্যান্য সংগঠনের সেবা খুব একটা পাইনি। আমাদের জুনিয়ররা যেন এই অভাব বোধ না করে।
এবার যেহেতু স্বতন্ত্র পরীক্ষা হবে সেজন্য জোন এবং অন্যান্য সংগঠন থেকে পরীক্ষার্থীদের সেবা প্রদান করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে জোন এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোতে। নিয়মিত মিটিং, পোস্টারিং, বর্তমান সদস্যদের সক্রিয়করণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এসব সংগঠনে।
এবছর ছাপনিবি থেকে বিভাগ ভিত্তিক স্টলের ব্যবস্থা করায় জেলা সমিতির সদস্যদের আগ্রহ কমেছে কিছুটা। তবে জেলা সমিতির নেতৃবৃন্দেরা জানান, স্টল বিভাগ ভিত্তিক হলেও জেলা সমিতি বা জোনের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে পানি, শরবত, সহ অন্যান্য ব্যবস্থা থাকবে। আর মূল উদ্দেশ্য – পরীক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতার কাজ সবাই করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com