সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার শ্যালিকাকে ধর্ষনে ব্যর্থ হয়ে জোড়া খুন; দুলাভাইয়ের মৃতুদন্ড বকশীগঞ্জে নিজ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার বরিশালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা ইজারা মূল্যে বৃদ্ধির প্রতিবাদে বরিশাল মৎস্য ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : জেলে আহত নিহত ব্যবসায়ীর হত্যাকারী : ভাই ও ভাতিজার ফাঁসির দাবিতে মানববন্ধন অপসারণ চেয়ে ববি রেজিস্ট্রারের কক্ষে তালা শিক্ষার্থীদের বরিশালে অপসোনিন প্রতিষ্ঠাতার ২৭তম স্মরনানুষ্ঠান অনুষ্ঠিত বরিশালে ঋণের টাকা পরিশোধে মাঠকর্মীর চাপে যুবকের আত্মহত্যা কমিউনিস্ট পার্টি অব চায়না’র প্রতিনিধিদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর প্রতিনিধি দলের মত বিনিময়

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে র‌্যাব মহাপরিচালকের শোক

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৬১ বার

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম (বার), পিপিএম।

একইসাথে রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্য এবং সংযুক্ত আমিরাতের সকল নাগরিকের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক আজ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেন এবং শোক বইতে স্বাক্ষর করে এসব কথা বলেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বলেন আমরা আপনাকে এবং আপনার মাধ্যমে রাজপরিবারের শোকাহত সদস্যদের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

তিনি আরও বলেন, শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান একজন মহান রাষ্ট্রনায়ক, আবুধাবির একজন মহান শাসক, মুসলিম উম্মাহর একজন দূরদর্শী নেতা ও বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তার গতিশীল নেতৃত্ব, বিচক্ষনতা ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উন্নয়নে ত্যাগ তাকে ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব করে রাখবে।

সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের একজন মহান বন্ধু ও শুভাকাঙ্খী ছিলেন এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের একজন প্রকৃত অভিভাবক ছিলেন বলে শোক বইতে র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক উল্লেখ করেন।

র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, আমরা তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।

সর্বশক্তিমান মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান দান করুন। শোকাহত রাজপরিবারের সদস্যদের এবং সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণ অপূরণীয় ক্ষতি বহন করার সাহস ও সহনশীলতা দান করার জন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com