কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকরাও ধর্মঘট অব্যাহত রেখেছে।
সকাল থেকে তারা এই ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রথমে মেডিকেলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হলেও পরবর্তীতে এটি খুলে মাত্র জরুজী বিভাগের সেবা কার্যক্রম চালু রাখে।
বাকি সব ইউনিটগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বরিশাল বিভাগের একমাত্র স্বাস্থ্য খাতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
কাগজে-কলমে ১ হাজার সজ্জা হলেও এখানে গড়ে রোগী থাকছে ১৮০০ থেকে ২০০০। চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ রোগীদের।
অপরদিকে বেলা ১২টার দিকে হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের সাথে বৈঠক করেন সেনাবাহিনী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।
চিকিৎসকদের দাবি তারা আইনগত সহযোগিতা ও নিরাপত্তা চাচ্ছেন এই বিষয়টি ইতিমধ্যে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে মেনে নিয়ে তাদেরকে নিরাপত্তা দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
কেন্দ্রীয় কর্মসূচি মেনে জরুরি বিভাগের সেবা প্রদান করে যাচ্ছেন মেডিকেলের ইন্টান চিকিৎসক থেকে অধ্যাপক লেভেলের চিকিৎসকগণ।