রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লিটন তানজিদের গড়া রেকর্ডে বিপিএলে প্রথম জয় ঢাকার হাবিপ্রবিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ডাঃ আরিফুর রহমান সিয়ামের পিতার স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত আবারও ইউরোপে মেসি সাকিবের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই থাকছে আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে হাবিপ্রবির তিন কর্মচারী হাবিপ্রবিতে আবাসন সংকট-হলে থেকেও অনাবাসিক অনেক ছাত্র নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে তারেক রহমান। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ০১ জন।

লিটন তানজিদের গড়া রেকর্ডে বিপিএলে প্রথম জয় ঢাকার

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১ বার

অর্ধেক গ্যালারি ফাঁকা হয়ে গেছে, অথচ লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নামা দুর্বার রাজশাহীর ইনিংসের পাওয়ার প্লে শেষ হয়েছে সবে। আরও কিছু ওভার পর গ্যালারি প্রায় ফাঁকা হয়ে যায়। ২০ ওভারের ম্যাচে প্রতিপক্ষ যখন আড়াইশর বেশি রান তোলে, আর জবাবে অন্য দল পঞ্চম ওভারের মধ্যেই হারিয়ে বসে চার উইকেট; ম্যাচের হিসাব মেলানোর বাকি থাকে না কিছুই। একপেশে এই ম্যাচ দেখে কী হবে এটা ভেবে আগেই বাড়ির পথে হাঁটা দেন দর্শকরা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচে এটাই হয়েছে। দুর্বার রাজশাহীর বিশাল হারের প্রত্যক্ষদর্শী হননি অনেকেই। হারতে হারতে ক্লান্ত হয়ে ওঠা ঢাকা আজ দুর্দোণ্ড প্রতাপে প্রতিপক্ষ রাজশাহীকে বিধ্বস্ত করে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে। টানা ছয় ম্যাচ হারা দলটি আজ ১৪৯ রানের বিশাল ব্যবধানে জিতেছে। রানের ব্যবধানে বিপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বড় জয় ছিল ১১৯ রানে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ম্যাচসেরা লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। সেঞ্চুরি তুলে নেওয়া এই দুই ওপেনারের ব্যাটে এক উইকেটে ২৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের ইতিহাসের এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২৩৯ রান। রান পাহাড় তাড়ায় আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন সৈকত, ফরমান উল্লাহদের দারুণ বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১০৫ রানেই অলআউট হয়ে যায় দুর্বার রাজশাহীর ইনিংস।

বিশাল লক্ষ্য তাড়ায় রায়ান বার্ল ছাড়া রাজশাহীর কোনো ব্যাটসম্যানই রানের দেখা পাননি। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার ৩২ বলে ৯টি চারে ৪৭ রান করেন। দলটির আর কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি, রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন চারজন। ইয়াসির আলী রাব্বি ১৭ এবং সাব্বির হোসেন ও সানজামুল ইসলাম ১১ রান করে করেন। ঢাকার আবু জায়েদ, মুকিদুল, মোসাদ্দেক ও ফরমান উল্লাহ ২টি করে উইকেট নেন।

এর আগে লিটন ও তানজিদের ব্যাটে রেকর্ডের মালা গাঁথে ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পাওয়ার দিনে ব্যাটকে তরবারিতে পরিণত করেন লিটন। চোখ ধাাঁধানো ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার উদ্বোধনী জুটির সঙ্গী তানজিদও পান সেঞ্চুরির স্বাদ। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান পাহাড়ে পৌঁছায় ঢাকা।

সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ার দিনে বিপিএল দেখে এক ইনিংসে দুই সেঞ্চুরির রেকর্ড, যা আসরটির ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা। ২০১৯ বিপিএল রংপুরের হয়ে সেঞ্চুরি করেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। বিপিএলে দ্বিতীয় হলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের বেলায় এটাই প্রথম ঘটনা, এর আগে টি-টোয়েন্টির কোনো ইনিংসে বাংলাদেশের দুজন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পাননি।

লিটন-তানজিদের ব্যাটে জুটিরও রেকর্ড হয়েছে। উদ্বোধনী জুটিতে ১১৮ বলে ২৪১ রানের জুটি গড়েন তারা। বিপিএলে প্রথম উইকেটে তো বটেই, আসরটির ইতিহাসে যেকোনো উইকেটেই এটা সর্বোচ্চ রানের জুটি। বিপিএলে এতোদিন সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের দখলে। ২০১৭ বিপিএলে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন তারা।

স্বীকৃতি টি-টোয়েন্টিতে লিটনের আগের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৫ রানের। আজ সেটা ছাড়িয়ে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি, নিজেকে বসালেন বিপিএলের রেকর্ড বইয়ে। ৪৪ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ডানহাতি ৫৫ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আজ ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং করেন লিটন, দলের ইনিংস শেষ করেন ছক্কা মেরে। আগের ম্যাচেও ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।

লিটনের সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়া তানজিদও রাজশাহীর বোলারদের পরীক্ষা নেন। ২৪ বছর বয়সী বাঁহাতি এই ওপেনার ৬৪ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই ফরম্যাটে এটা তানজিদের দ্বিতীয় সেঞ্চুরি। আগের আসরে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজ তানজিদের বিদায়ের পর উইকেটে যাওয়া সাব্বির রহমান ২ বলে এক ছক্কায় ৭ রানে অপরাজিত থাকেন। ঢাকার যাওয়া একমাত্র উইকেটটি নেন রাজশাহীর পেসার শফিউল ইসলাম। তাসকিন আহমেদ ছাড়া রাজশাহীর সব বোলারই আজ খরুচে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com