১৯ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার বিকালে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ২ নং- কাকিনা ইউপি, ওয়ার্ড নং-২ সাং-কাকিনা এর অর্ন্তগত কাকিনা বাজার টু কাকিনা হাটগামী অভিযানে ১৮৩ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী মোঃ শামিম মিয়া (২৩), সাং-চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা জানান। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
আটকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।