ঢাকা বগুড়া মহাসড়কে টহল ব্যবস্থাসহ হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে হাইওয়ে পুলিশকে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
গত ২৩ ই জুলাই বৃহস্পতিবার থেকে পুনরায় কঠোর লকডাউনের ঘোষণা আসলে তা কার্যকর করতে ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী কঠোর অবস্থানে মাঠে রয়েছে।
বুধবার সকাল থেকেই হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী ও সাবইন্সপেক্টর ফিরোজের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা শুরু করেন। সরকার ঘোষিত জরুরী পরিসেবা ও পণ্যবাহী গাড়ি ব্যতিত সকল যানবাহন বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন-করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন করতে মহাসড়কে অবস্থান করছে হাইওয়ে পুলিশ।
অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হাটিকুমরুল গোলচত্বর দিয়ে উত্তর দক্ষিণের প্রায় ২৩ জেলার মানুষ যাতায়াত করে। এজন্য এখানে মানুষ ও যানবাহনের চাপ বেশি থাকে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়ন করতে চেক পোস্ট বসিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল ঘুরিয়ে দেয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো তল্লাশি করে দেখা হচ্ছে যে তারা যাত্রী বহন করছে কি-না।
সকাল থেকে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান করে লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে।
পুলিশের তৎপরতায় সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা সম্ভব হচ্ছে বলে জানান হাইওয়ে থানার ওসি।
এ জাতীয় আরো খবর..