র্যাব-৫ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা পৌরসভাধীন ওয়ার্ড নং-১৩ রেহাইগ্রামস্থ জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে থেকে মো. ফারুক (২৭) নামের শীর্ষ অস্র ব্যবসায়িীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (২৬জুন) সন্ধা ৬ টার দিকে তাকে আটক করা হয়েছে। র্যাব সূত্রে জানান,অরুনবাড়ী বেহুলা গ্রামের মোঃ বদিউজ্জামানের ছেলে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী, মোঃ ফারুক (২৭), কে বিদেশী পিস্তল-০১টি, ওয়ান শুটার গান-০১ টি, ম্যাগজিন-০১ টি, গুলি-০৪ রাউন্ড, মোবাইল ফোন-০১ টি, সীম কার্ড-০১ টি, মেমোরী কার্ড-০১ টি,পাওয়ার টিলার-০১ টি এবং তেলের ড্রাম-০১ টি সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।