রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগ দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে রূপগঞ্জ প্রেসক্লাব চত্বর পর্যন্ত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-আব্দুর রহমান মেহেদী, শাফায়েত হোসেন, রিফাতুল ইসলাম তমাল, হাসিবুর রহমান, তুহিন বিন রাজ্জাক, লামিয়া খাতুন, শাহরিয়ার আহমেদ, কাজী ইয়াজুর রহমান বাবুসহ অনেকে।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুর মিথ্যাচার করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন বিপ্লবী ছাত্র-জনতা।