রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় সাগর কুমার সাহা (৪০) নামের এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত সাগর নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়া এলাকার সনাতন কুমার সাহার ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত সাগর কুমার একজন ভবেঘুরা মানুষ।মঙ্গলবার রাতে সে মহানবী (সাঃ) কে নিয়ে জনসম্মুখে কটুক্তি করলে স্থানীয় জনতা উত্তেজিত তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটক সাগরের বিরুদ্ধ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।