রাজশাহীর নগরীর পদ্মা নদী থেকে শিশুসহ তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পুরুষ (৪০) মহিলা (৪০) এবং শিশু (০৪) বছর। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আরএমপি নৌ পুলিশ ফাঁড়ি লাশগুলোকে উদ্ধার করে, ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গত ২৯ জুন বুধবার সাড়ে ৬ টার দিকে দামকুড়া থানাধীন চর নবীনগর পদ্মা নদীর পাশ থেকে একটি অজ্ঞাত অর্ধ গলিত ছেলে শিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয় ।
অপরদিকে ৩০ জুন অর্ধগলিত মহিলার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয় । এছাড়া গত ১জুলাই হারুপুর আই বাঁধের পূর্ব পাশে পদ্মা নদী থেকে অর্ধগলিত পুরুষের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়।
লাশ ৩ টির মধ্যে ৪ বছরের ছেলে শিশুর দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের হয়। যাহার মামলা নং ০৮ , তারিখ: ২৯ জুন। অপরদিকে দুটি লাশের একই থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।