রাজধানী ১৫ নং সেক্টর সিপিডি থেকে আজ সকালে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন ২/১) এর মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান বলেন কোন নিয়ম নীতি না মেনে অবৈধভাবে স্থাপনা তৈরি করছে কিছু অসাধুচক্র।
তাদের সতর্ক করেছি আপনারা যারা তৈরি করেছে তারা নিজ দায়িত্বে না ভাঙলে পরবর্তীতে জরিমানা করা হবে, রাজকের উচ্ছেদ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ২/১ অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার পলাশ সিকদার স্টেট শাখা-২ উপ পরিচালক সাইফুল ইসলাম কানুনগো সানোয়ার সহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা ।