রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রসায়নের ভবিষ্যৎ–AI ও রসায়নের সংযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ১৪তম অতিবাহিত বাকেরগঞ্জ  নিয়ামতি ও পার্দীশিবপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ খেলাফত মজলিসের বরিশালের ২১ আসনে প্রার্থী ঘোষণা বরিশালের কাজিরহাটে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন বরিশালের মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা নোবিপ্রবি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভিস নৈশভোজে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক ফার্মাসিউটিক্যালস শিল্পে কোয়ালিটি কন্ট্রোল হাসপাতালে বাহিরের ল্যাবের স্টাফ ও দালাল দেখলের আটকের নির্দেশ

রসায়নের ভবিষ্যৎ–AI ও রসায়নের সংযোগ

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ০ বার
বর্তমান রসায়ন কোথায় পৌঁছে গেছে তা একটু বলি- “রসায়নের কাঁচের বোতল এখন কম্পিউটারের স্ক্রিনে ধরা দিচ্ছে। গবেষণাগারের গন্ধ আজ মিশে যাচ্ছে কোডের লাইনে। রসায়নের ভবিষ্যৎ—এখন ডিজিটাল!”
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিজ্ঞান গবেষণাকেও পাল্টে দিচ্ছে আমূলভাবে। বিশেষ করে রসায়ন—এক সময়ের টেস্টটিউব, দাহ্য পদার্থ আর গন্ধে ভরা গবেষণাগার—আজ তা রূপ নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এক স্মার্ট ল্যাবে। AI-এর সঙ্গে রসায়নের সংযোগই হতে যাচ্ছে সবচেয়ে বড় বৈপ্লবিক পরিবর্তন। সংগ্রহীত তথ্যের আলোকে প্রশ্নোত্তর–
রসায়ন জগতে যেভাবে কাজ করছে AI 
AI এখন এমন সব কাজ করতে পারছে, যেগুলো একসময় কেবল অভিজ্ঞ গবেষকদের কাজ ছিল। যেমন-
➤নতুন অণু ও যৌগ আবিষ্কার: AI দিয়ে এখন এমন জটিল অণুর গঠন পূর্বাভাস দেওয়া যায়, যেগুলো নতুন ওষুধ, রং বা কনডাকটিভ মেটেরিয়াল হতে পারে। উদাহরণস্বরূপ, DeepMind এর “AlphaFold” প্রোটিন স্ট্রাকচার নির্ধারণে এক যুগান্তকারী উদাহরণ।
➤প্রতিক্রিয়া পূর্বাভাস ও সিমুলেশন:
কোন দুটি উপাদান একসঙ্গে মিশে কী তৈরি করবে, কতটা সময় লাগবে, কোন অবস্থায় প্রতিক্রিয়া হবে—এসব আগেই অনুমান করে দিতে পারছে AI অ্যালগরিদম।
➤ডেটা বিশ্লেষণ ও ত্রুটি শনাক্তকরণ:
ল্যাবে বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে AI নির্ধারণ করতে পারে কোন ধাপে ত্রুটি ঘটছে। ফলে গবেষণা হয় দ্রুত, ব্যয়ও কম।
উদ্ভাবনের নতুন দিগন্ত ◑ AI + রসায়ন 
✪ফার্মাসিউটিক্যাল শিল্পে নতুন ওষুধ তৈরি হচ্ছে আগের চেয়ে দ্রুত, কম খরচে।
✪পরিবেশবান্ধব পলিমার ও স্মার্ট রং তৈরিতেও AI-এর সাহায্যে উদ্ভাবন হচ্ছে।
✪Green Chemistry–র নীতিতে আরও নির্ভুল ও ক্ষতিকর রাসায়নিক উপাদান ছাড়া বিকল্প রাস্তা খোঁজা সম্ভব হচ্ছে AI-এর মাধ্যমে।
সাধারণ মানুষের জন্য এর গুরুত্ব কী?
আপনি যখন নতুন একটি প্রসাধনী ব্যবহার করেন, নিরাপদ ও কার্যকর তা নিশ্চিত করতে ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে রসায়ন ও AI। কিংবা যখন কোনও রোগের চিকিৎসার জন্য বাজারে আসে নতুন ওষুধ, এর পেছনে থাকে হাজার হাজার ডেটা বিশ্লেষণ ও প্রেডিকশন—সব AI ও কেমিস্টদের যুগলবন্দিতে সম্ভব।
ভবিষ্যৎ কেমন হতে পারে?
একটি কল্পনার দৃশ্য ভাবুন—একজন রসায়নবিদ তার কম্পিউটারে বসে শুধুমাত্র লক্ষ্যবস্তু লিখে দেন: “কম খরচে পরিবেশবান্ধব ব্যাটারির উপাদান।” কয়েক মিনিটেই AI বিশ্লেষণ করে প্রস্তাব দেয় সম্ভাব্য যৌগগুলোর তালিকা, প্রয়োজনীয় সুরক্ষা তথ্যসহ। গবেষক শুধু যাচাই করবেন ও উন্নয়ন করবেন।
এটাই হতে যাচ্ছে ভবিষ্যতের রসায়ন গবেষণার বাস্তব চিত্র।
রসায়নের ইতিহাস দীর্ঘ ও গৌরবময়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগে এর পরবর্তী অধ্যায় হতে যাচ্ছে আরও বিস্ময়কর। সময় এসেছে রসায়নবিদদের—AI কে সহকারী নয়, বরং অংশীদার হিসেবে গ্রহণ করার। কারণ, ভবিষ্যতের রসায়ন হবে ডেটা-চালিত, দ্রুতগতি সম্পন্ন ও সীমাহীন সম্ভাবনাময়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com