যশোরে শেখ ফজলুল হক মনি-আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্যোগে সদর উপজেলার তৃতীয় লীঙ্গের ব্যক্তিদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার জিলা স্কুল প্রাঙ্গনে ৭০ জনকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসকল উপহার সামগ্রী প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়। তিনি এই আয়োজনের পৃষ্ঠপোষক। খাদ্য উপহান সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, সিমাই, আলু, লবন ও মাস্ক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দেবাশীষ দাস দেবু, সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, উপ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আরাফাত রহমান, তৃতীয় লীঙ্গ সংগঠনের গুরু মা তাপসী দে, সোহেলী হিজওে, আঞ্জুয়ারা বেগম প্রমুখ।