যশোরে শেখ ফজলুল হক মনি-আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্যোগে রোববার শহরের কর্মহীন ও রিক্সাচালকদের খাবার বিতরণ করা হয়। এসময় ২০০ জনকে এই খাবার প্রদান করা হয়।
করোনাকালে মানুষের উপার্জন কমে যাওয়ায় তাদের এই উদ্যোগ। কেউ যেন না খেয়ে থাকে একারনে সংগঠনের নেতৃবৃন্দ সবসময় কাজ করে চলেছেন। এছাড়া তারা অক্সিজেন সেবা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। মধ্যবিত্ত পরিবার, যারা চেয়ে নিতে পাওে না তাদের জন্র হটলাইন নম্বও চালু করেছে সংগঠনটি। নম্বরটি হলো ০১৯১৩৬৪০৬২১। এই নম্বরে কল অথবা মেসেজ করলে বাড়িতে পৌছে যাবে খাদ্য।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলার সাবেক ছাত্রলীগ কর্মী শুভাশিষ রায়, কল্লল বর্মন, সঞ্জয় অধিকারী, সমসিংহ রায়, সজিব শীল, প্রাঙ্গন সরকার ও পল্লব বিশ্বাস প্রমুখ।