জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ এই খাদ্য সামগ্রী প্রদান করেন।
যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় প্রায় এক শতাধিক ব্যক্তিকে এই খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আরিফুল ইসলাম রিয়াদ উপস্থিত থেকে সকলকে খাদ্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান করোনকালে অনেকে কর্মহীন হয়ে অসহায়ের মতো দিন পার করছে। অনেকে খাবারের অভাবে রয়েছে। এই কারনে তিনি এ সকল ব্যক্তিদের খাদ্য সামগ্রী প্রদান করছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাবেক সহ সভাপতি ফয়সাল খান, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির রহমান লিমন, যুবলীগ নেতা সালাউদ্দিন আল মামুন, লাক্কু বিশ্বাস, যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।