মৃত্যুর যন্ত্রণার মধ্যে রক্তের স্বজন হারানো বেদনায় ছটফট করছেন বরিশাল শের ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। ঘটনার বর্ননা শুনতে চাইলেই হাউমাউ করে কেঁদে উঠেন রোগীরা। অশ্রু ভরা চোখে কারো মা, ভাই বোন স্ত্রী সন্তানকে খুঁজে পাচ্ছেনা বলে জানান।
চিকিৎসাধীন বরগুনা বেতাগী থানার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া গ্রামের সেলিম রেজা বলেন, স্ত্রী জাহানারা (৩৭) কে নিয়ে লঞ্চের নিচ তলার ডেকে একসাথে ছিলেন। কিছু ক্ষনের মধ্যেই বরগুনা পৌছাবেন। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় লঞ্চের যাত্রীরা ছুটাছুটি করছে।
কেই কেই নদীতে ঝাপ দিয়ে প্রানে বাচার চেস্টা করছেন আবার কারো শরীরে আগুন রেগে পুড়তেছে। এর মধ্যে আমার (সেলিম) শরীরে আগুন লেগে যায়। দ্রুত সব পোশাক খুলে পানিতে ঝাপ দিয়ে রক্ষা পেলেও জ্ঞান আসার পর স্ত্রী জাহানারাকে খুঁজতে থাকি কিন্তু তার দেখা আর পাইনী। হাসপাতালে আসার পরেও সবার কাছে জাহানারার কথা জিজ্ঞেস করলে কেউই তার সন্ধানের কথা বলতে পারেনী।
কোথায় খুঁজবে তাকে কার কাছে বলবে এই বেদনার কথা। তাইতো যে কেউ তার কাছে যায় তার কাছেই স্ত্রী জাহানারার সন্ধান চাচ্ছেন সেলিম রেজা।
ঢাকার বাড্ডায় গাড়ী চালক বরগুনার মরিচখাল এলাকার ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী, ২ মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়ানোর জন্য বৃহস্পতিবার রাতে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেন। সবাই একই সাথে লঞ্চের ডেকে ঘুমিয়ে থাকেন। কিছু বুঝে উঠার আগেই চোখে সামনে হঠাৎ চেয়ে চেখে লাল আগুনের গোলা। মুহুর্থের মধ্যেই পুরো লঞ্চে আগুন। বৃদ্ধা মাকে হাতের কাছে পেলেও ২ মেয়ে লামিয়া, নুসরাত আর স্ত্রী রাজিয়া সুলতানাকে খুজে না পেয়েই হাসপাতালে ভর্তি।
এর মধ্যে হাসপাতালে এসে অসুস্থ অবস্থায় মেঝ মেয়ে লামিয়ার সন্ধান পাই যে সেও একই স্থানে চিকিৎসাধীন। কিন্তু ছোট মেয়ে নুসরাত ও স্ত্রী জাহানারা এখনো নিখোঁজ রয়েছে। তাদের জন্য চিকিৎসার মধ্যেই হাউমাউ করে কান্না করে উঠেন ইসমাইল মিয়া।
এমনীভাবে চিকিৎসাধীন সবাই এখন স্বজন হারানোর চিন্তায় বিভোর। নিজের শরীরের পোড়া জ¦লার কারনে মৃত্যুর যন্ত্রনায় চিৎকার করলেও চারদিকে শুধু স্বজনদের খুঁজে বেড়াচ্ছে ওই সব চিকিৎসাধীন ব্যক্তিরা। তাদের চিকিৎসার পাশাপাশি এখন স্বান্তনা দিতে হচ্ছে হাসপাতালে কর্মরতদের।
একই ভাবে চাঁদপুরের ফরিদগঞ্জের আমেনার সাথে। তিনি বলেন, বরগুনায় বোনের বাসায় বেড়াতে এসেছে মা মনোয়ারা বেগম ও বাবা ব্লিালকে সাথে নিয়ে।
কিন্তু ঘুমের মধ্যেই দেখি লঞ্চের ফ্লোর গরম হয়ে গেছে। চোখ খুলেই সামনে আগুন। সেখানে পা রাখি সেখানেই গরমে পা ঝলসে যাচ্ছে। হাত রাখা মাত্রই চামড়া পুড়ে দেয়ালের সাথে লেগে যাচ্ছে। কোন উপায় না পেয়ে নদীতে ঝাপ দেই। প্রায় দেড় ঘন্টা পর মাছের নৌকায় করে আমাকে উপরে তুলে আনা হয়। তখনো আমার কোন জ্ঞান নেই। হাসপাতালে এসে জ্ঞান ফেরার পর কাউকেই খুজে পাচ্ছিনা। বোনের বাসায় বেড়াতে এসে সবাইকেই হারালাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
এমনী ভাবে শুধু বরিশাল হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করছেন তাদের বেশিরভাগই স্বজনদের জন্য আর্তনাদ করছে। কে দিবে স্বান্তনা?
শরীরের জ্বালার সাথে এখন মনের জ্বালায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
উল্লেখ্য যাত্রীবাহি লঞ্চ এমভি অভিযান ১০ এ অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যের সংখ্যা নির্ধারন করা না গেলেও শুধু বরিশাল শেরই বাংলা হাসপাতালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৫ জন অস্থানী বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।