মানিকগঞ্জে গরু ডাকাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় লুট হওয়া পিকআপভ্যানসহ আন্তঃজেলার ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জেলার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতারা গ্রামের আলমগীর শেখ, বাবু খা, বন্ধুলট গ্রামের আবু দাউদ, বিষ্ণুপুর গ্রামের শেখ ইলিয়াজ, শিবালয় উপজেলার ধুসর গ্রামের সাইফুল ইসলাম, সাভার উপজেলার ইমান্দিপুর গ্রামের রফিকুল ইসলাম, জয়পুরহাট জেলার কালাই উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের শাজাহান ও শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার মরিচাপাড়া গ্রামের মঙ্গল আলী।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, গত ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার কৌড়িতে অবস্থিত সিএফসিএল ডেইরি ফার্মের ৩টি ষাড়গরু ফার্মের নিজস্ব পিকআপভ্যানে করে ঢাকায় নেওয়ার পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ১০-১২ জন ডাকাত ব্যারিকেট দিয়ে ওই পিকআপের চালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপভ্যানটি লুট করে।
এঘটনায় ১০ এপ্রিল গরুর ফার্মের পক্ষ থেকে সিংগাইর থানায় মামলা করা হয়।
পরে ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। এরপর সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে সাভার আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান,ডাকাতরা গরুগুলো লুট করে নিয়ে গিয়ে দ্রুত জবাই করে তার মাংস বিক্রি করে। পুলিশ এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার ও লুট হওয়া পিকআপভ্যানটি জব্দ করেছে।
গ্রেপ্তার ৮ ডাকাত সদস্যের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকী দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।