জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারী) বেলা ১২টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এ্যাড. আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।