মানিকগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দায়িত্ব শীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩ টার দিকে জেলার সাটুরিয়া উপজেলা সাংবাদিক কার্যালয়ে আলেচনা সভায় রাজনৈতিক নেতা, জন প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
দৈনিক দেশ রূপান্তরের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হাসান ফয়জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ছিনিয়র সহ সভাপতি এবং সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী আক্তার, ভাইস চেয়ারম্যান আবুল বাসার মাষ্টার, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর উর রশিদ, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বালিয়াটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লিয়াকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, আনোয়ার হোসেন মাষ্টার, অলক রায়, সিনিয়র সাংবাদিক মোহাম্মাদ হোসেন জয়, এশিয়ান এজ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি লুৎফর রহমান, এশিয়ান টিভি ও দৈনিক মানব জমিন পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি মতিউর রহমান, গ্লোবাল টিভির মানিকগঞ্জ প্রতিনিধি আসাদ জামান, দৈনিক আমাদের সময়ের মইনুল ইসলাম, মাইটিভির সাটুরিয়া প্রতিনিধি কাওছার আহমেদ, সকালের সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি হৃদয় মাহমুদ রানা, দৈনিক বাংলাদেশের খবরের সাটুরিয়া প্রতিনিধি মাহবুবুর রহমান রানা সহ আরও অনেকেই।