টাঙ্গাইলের মধুপুরে বাসচাপায় রাহাত (২২) নামে এক বাইকার নিহত হয়েছেন। সোমবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত উপজেলার টেকিপাড়া এলাকার জালালের ছেলে।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, বিকেলে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস জামালপুর থেকে মধুপুর যাচ্ছিল। পথে বাসটি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রাহাতের মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত ওই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।