ভোলায় মা ইলিশের ডিম ছাড়া ও ভরা প্রজনন মৌসুমের আজ তৃতীয় দিনে ভোর রাতে লালমোহন উপজেলার নাজিরপুর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলেকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
আটক জেলেদের ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দৌলতখান মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানি কৌরি ও মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
১০ হাজার মিটার জাল জব্দ করে পুরিয়ে দেয়া হয়েছে।