কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন।
আজ সোমবার বেলা সোয়া ৩ টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে শত শত স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও উদ্ধার কাজ চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোতে অনেক যাত্রী চাপা পড়ে আছেন।