নড়াইলে ভূয়া মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু সহ জেলার অন্যান্য অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবীতে মানববন্ধন হয়েছে।
রবিবার(৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে “প্রকৃত মুক্তিযোদ্ধা ছাত্র ও সচেতন নাগরিক সমাজ”।
মানবন্ধনে বক্তারা নড়াইলে মুক্তিযোদ্ধা পরিচয় দানকারী ক্ষমতা অপব্যবহারকারী এনামূল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আহবান জানান।
মুক্তিযোদ্ধারা দেশের সকল ভ’য়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল এবং তাদের অর্জিত রাস্ট্রীয় ভাতা ও অন্যান্য সুযোগ ফেরত প্রদানের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার শাইদুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, মুক্তিযোদ্ধ্ রুনু হোসেন,এইচ এম সিরাজ।
মানববন্ধনে উপস্থিত থেকে সাংবাদিক জহির ঠাকুর,জিয়াউদ্দিন জামী, হাফিজুল নিলু, তানজির হোসেন ও ছাত্র প্রতিনিধি নাসিম উদ্দিন সাকিব বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধারা দাবী পেশ করেন।