ভূয়সী প্রশংসা
সিবলু মোল্লা
===============================================================
যাহার আগমনের অপেক্ষায়,
ছিল অপেক্ষিত বরিশাল বাসী।
ধনী দরিদ্র শুভ্র কৃষ্ণ,
করছে সবে প্রশংসাভূয়সী।
আজি হিংসা বিদ্বেষ ভুলি,
সবে মিলিয়ে কাঁদে কাঁধ।
আক্তারুজ্জামান ভালবাসা বিলাবে,
যেমনটি বিলায় স্নিগ্ধ চাঁদ।
অপরূপ কারণ্যেময়ী আঁখি,
অলিন্দ হৃদয়ের খোলা।
সামইক চিত্তবিক্ষেপ ঘটিলেও দৃষ্টি বিভ্রম,
যাবে না আক্তারুজ্জামান কে ভোলা।
আক্তারুজ্জামান এর পদার্পণে,
আনন্দিত বরিশাল বাসী।
হৃদয় অলিন্দ খোলা যাহায়,
অবয়ব এ মৃদু হাসি।
হিয়ার মাঝে জিয়ানো কথা সব,
বলিব হৃদয় অলিন্দ খুলে।
পুলিশ জনতা পরিপুরক হবে,
হিংসা বিদ্বেষ ভুলে।
সত্যে কে আর মিথ্যা দিয়ে,
অভিপ্রায় নাহি ডাকার।
আক্তারুজ্জামান এর অভিলাষ,
মিথ্যা দূরে স্বাদ সত্যের সঙ্গে থাকার।