ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতার চেতনা হৃদয়ে লালন করতে হবে। সঠিক ইতিহাস জানতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
সোমবার একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউর রহিম লাল উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশ জনগণের কল্যাণে কাজ করতে নির্দেশ প্রদান করেন।
আটঘরিয়া পৌরসভায় অনুষ্ঠিত আলোচনা সভায় আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চলের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর মিয়া।
এসময় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ রেজাউর রহিম লালকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ জাতীয় আরো খবর..