বরিশালের হিজলা উপজেলার সোনালী ব্যাংক থেকে এক ব্যবসায়ী টাকা তুলে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে তিন লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
২১ জুলাই সোমবার উপজেলার গৌরবদি ইউনিয়নের সাওরা বাজারের ব্যবসায়ী ইব্রাহীম সিকদার হিজলা সোনালী ব্যাংক থেকে তিন লক্ষ্য ৭০ হাজার টাকা উত্তোলন করে।
উত্তোলনকৃত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে চৌধুরী বাড়ি সংলগ্ন বাহারচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামন থেকে কিছু বুঝে ওঠার আগে স্থানীয় চাঁদাবাজ ও ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায় নাপিত বাড়ির সামনে। সেখানে ইব্রাহিমকে এলোপাতাড়ি মারধর করে তার সাথে থাকা সম্পূর্ণ টাকা নিয়ে যায়। ইব্রাহিম তাৎক্ষণিক বিষয়টি তার আত্মীয় শুভ সরদারকে।
ভুক্তভোগী ইব্রাহীম সিকদার জানায় যারা তাকে অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে গেছে তাদেরকে তিনি ব্যাংকের সামনে দেখেছেন এমনকি সেখান থেকেই চক্রটি তার পিছু নিয়েছে।
ছিনতাইকারীদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন স্থানীয় হাসেম গাজীর পুত্র সুমন গাজী, বাউশিয়া গ্রামের মজু ব্যাপারীর পুত্র সোহাগ বেপারী, কাঞ্চন আকনের পুত্র বশির আকন, মাসুদ হাওলাদারের পালিত মেয়ের স্বামী হাসান সহ কয়েকজন।
ভুক্তভোগী ইব্রাহিম আরও জানান উপায়ান্ত পেয়ে তার নিকটতম আত্মীয় খুন্না গোবিন্দপুর গ্রামের সোহাগ সরদারকে নিকট ছুটে যায়। সোহাগ তার বাবা ইব্রাহিম সরদারকে বিষয়টি অবহিত করে।
একপর্যায়ে বিষয়টি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরীকে জানানো হয়। তিনি সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দেন তবে আইনের সহযোগিতা নিতে চাইলে বাধা প্রদান করেন তিনি।
এবং ছিনতাইকারীদের কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করে ভুক্তভোগী ইব্রাহীমকে দেয়া হয়েছে। বাকিটা টাকার জামিনদার বিএনপির ওই নেতা।
সমাধানের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা খোকন দপ্তরি জানান, বিষয়টি পারিবারিক সমাধান করা হয়েছে।
বিষয়টি ২৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা সভায় উত্থাপিত হয়। আইনশৃঙ্খলা সভার সদস্য সচিব হিজলা থানা অফিসার ইনচার্জ কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি ছিনতাইকারীদের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় সচেতন মহলের। এমনকি ছিনতাইকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
ভুক্তভোগী ইব্রাহিম মোল্লার আত্মীয় বিএনপি নেতা ইব্রাহিম সরদার সহ একাধিক ব্যক্তি জানান চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রটি একসময় আওয়ামী লীগ নেতা বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিন আহমেদের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।
৫ই আগস্ট এর পর ভোল পাল্টিয়ে বর্তমানে বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খোকন দপ্তরীর ছত্রছায়ায় চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই সহ নানা অপকর্ম সাথে জড়িত।
বিএনপির এই নেতা মিউচুয়ালী সেরা আন্তজেলা ডাকাত দলের সর্দার চিহ্নিত গরু চোর অর্ধশতাধিক মামলার আসামি রতন রাড়ি (বোবা রত্তন) এর গ্রুপটিও তিনি দেখবার করেন। সেখানেই ক্ষান্ত নয় কিছুদিন আগে উপজেলা সদর মুসলিম সুইটস এ বিদ্যুৎপৃষ্ঠে এক কর্মচারীর মৃত্যুতে ১২ লক্ষ টাকা করেছেন এই নেতা।
এছাড়াও বিভিন্ন সূত্রে জানা যায় এই চক্রটি উপজেলা সদরটেকের বাজার এবং ব্যাংকের সামনে নিয়মিত অবস্থান করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
হিজলা থানা ওসি শেখ আমিনুল ইসলাম জানান, লিখিতভাবে কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।