বরিশাল সদর জেনারেল হাসপাতালে ও নার্সিং কলেজে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটুক্তি করায় এর প্রতিবাদে মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিংও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও সকল কাউন্সিলের অপসারণসহ এবং সকল নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সদর জেনারেল হাসপাতালের সামনে ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন বরিশাল মহানগরে নার্সিং সংস্থার পরিষদের সমন্বয়ক ড. আলি আজগর, ও জেনারেল হাসপাতালের আন্দোলনের সমন্বয়ক সিনিয়র স্টাফ নার্স আলী আকবর ও খাদিজা পারভীন।
মানববন্ধনে বক্তারা বলেন নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি মূলক এবং মানহানিকর বক্তব্য প্রদান করায় নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলর প্রেসিডেন্ট ও রেজিস্টারপদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ-পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে।
তাদের এক দফা দাবি, উচ্চ শিক্ষিত, দক্ষ, ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের করা পদায়ন নিশ্চিত করা।
বর্তমানে নার্সিং পেশায় সকল ধরনের ডিগ্রি নিয়ে অনেকেই কর্মরত রয়েছে। তাই সকল যোগ্যতা সম্পন্ন নার্সিং কর্মকর্তাদের ওই সব পদে প্রদান করতে হবে।
তাহলে নার্সিং কর্মকর্তাদের বিভিন্ন দাবী দাওয়া ও বিষয়বস্তু খুব দ্রুত সময়ে সমাধান হবে এতে স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি পাবে বলে মাধব বন্দর থেকে জানানো হয়েছে।