বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটিকে হত্যা, টেন্ডারবাজি ধর্ষণ যৌননিপিরণসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে নিষিদ্ধ করেছে সরকার একই সাথে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগ নামক সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতন করে।
গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্রলীগ বিভিন্নভাবে উস্কানীমূলক ও ও বিভিন্ন চক্রান্তের সাথে রয়েছে।
তাই সরকার সন্ত্রাস বিরোধ আইন ২০০৯ এর ধারা ১৮ উপধারা ১ এর প্রদত্ত বলে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে।