বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের বরিশাল বিভাগীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থাগার সেমিনার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি ও পাঠাগার আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মো. ইমাম হোসাইন, প্রধান অতিথি ছিলেন বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফে. ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের মহাসচিব নাসিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক নেতা বাকশিসের বরিশালের আহবায়ক অধ্য. মহসিন উল ইসলাম হাবুল, বিভাগীয় গ্রন্থাগার বরিশাল সহ: পরিচালক খালিদ মো: সাইফুল্লাহ, সংগঠনটির যুগ্ম মহাসচিব কেএম মেহেদী হাসান বাপ্পী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাবেক অতি. আইজি ও প্রেসিডিয়াম সদস্য বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এবং ট্রাস্ট্রি পাঠাগার আন্দোলন বাংলাদেশ মালিক খসরু পিপিএম।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদের সাংগঠনি ক সম্পাদক প্রভাষক এবাদুুুল সরদার রাহাত।
এবারের প্রতিপাদ্য মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে পাঠাগার।
অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে।