আজ ১০ জানুয়ারি সোমবার সকাল দশটায় বরিশাল শহীদ মিনারে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সহ-সভাপতি হাছিব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ-সম্পাদক শারমিন শ্রুতি,দপ্তর সম্পাদক জান্নাত নিপু সহ অন্য নেতৃবৃন্দ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা আগামীর চ্যালেন্স মোকাবিলায় সক্ষম নয়। কর্মসংস্থানের লক্ষ্য উৎপাদনমুখী শিক্ষা ও শিল্পায়নের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সম্পদ ও জনগনের স্বার্থ রক্ষার রাজনৈতিক তৎপরতা গড়ে তুলতে হবে।
এ জাতীয় আরো খবর..