বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা জয়ে আনন্দের জোয়ারে ভাসছে বরিশালবাসী।
শুক্রবারের ফাইনাল ম্যাচ ঘিরে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, পাড়া-মহল্লা ও চায়ের দোকানগুলোতে বসানো হয় বড় পর্দা। শত শত মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন।
ফরচুন বরিশালের জয়ের পরই নগরীর রাস্তায় নামে উচ্ছ্বাসে মাতোয়ারা সমর্থকরা। ভুভুজেলা, ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মিছিল বের করে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্র ও পাড়া-মহল্লায় চলে রাতভর আনন্দ-উৎসব ও পিকনিক।
নগরীর বিবির পুকুর পাড়, বেলস পার্ক, নতুন বাজার, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ বিভিন্ন এলাকায় খেলা উপভোগ করেন হাজারো দর্শক।
স্থানীয় বাসিন্দা ইমন বলেন, ফরচুন বরিশালের এই জয় আমাদের শহরকে আবার নতুনভাবে তুলে ধরল। আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
রূপাতলীর বাসিন্দা ইমতিয়াজ অমিত বলেন, শ্বাসরুদ্ধকর এ ম্যাচের উত্তেজনা উপভোগ করতেই বন্ধুদের নিয়ে আলোকসজ্জা আর পিকনিকের আয়োজন করেছিলাম। বরিশালের জয়ে আনন্দ বহুগুণ বেড়ে গেছে।
বিপিএল ঘিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। নগরজুড়ে একাধিক পুলিশ টিম মাঠে কাজ করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।