বরিশালের ২৪ ঘন্টায় ১০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছ। এছাড়াও ২ জন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত বরিশাল জোনে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৪ জন। দিনে দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে। এছাড়াও বরিশালের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতেও অনেকে ভর্তি রয়েছে।
চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে বলে সরকারী ভাবে জানানো হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল চিকিৎসা নিচ্ছেন ৩০৪ জন।
এদিকে মশা নিধন কার্যক্রম ধীর গতিতে চলছে বরিশাল সিটি কর্পোরেশনে। এর কারণ যে পরিমাণে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে মেশিন প্রয়োজন সে তুলনায় অনেক কম রয়েছে। তাই এডিস মশা নিধনে কোন জোড়ালো পদক্ষেপ গ্রহণ করছেনা বরিশাল সিটি কর্পোরেশন।