তীব্র বন্যায় পুরি অচল হয়ে পড়েছে বন্যা কবলিত জেলাগুলো। প্রতিটি পানি আর পানি কোনটি সড়ক কোনটি জলাশয় বোঝার কোন উপায় নেই।
ফেনী জেলাতে স্মরন কালের ভয়াবহ বন্যাবয়ে যাচ্ছে।
বিশলাখ লোক পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও গোমতী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে ফেনী জেলার বিশ লাখ লোক পানিবন্দি।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, গ্যাসনেই, পানি নেই,মোবাইল নেট বন্ধ, সকল যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের ভীতিকর অবস্থা।
শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। মানুষের হাহাকারে বিভীষিকাময় অবস্থা। বানবাসিরা নিরাপদে সরিয়ে নিয়ে গেলেও খাদ্য সংকট তৈরি হয়েছে।
এপর্যন্ত কতজন মারা গেছে কোন তথ্য নিশ্চিত করা যায়নি।জরুরি ঔষধ পানি শুকনো খাবারের প্রয়োজন। সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান ভুক্তভোগীরা।
এটিকে অসহায় মানুষদের ও বিভিন্নভাবে জরুরি দ্রব্য সামগ্রী পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী হেলিকপ্টার যোগে সহায়তা করে যাচ্ছেন।
এমন সহায়তা প্রতিদিনই তারা তবে এর মধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তাদের সাধ্যমত বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
শুকনো খাবার থেকে শুরু করে পোশাক ও স্বাস্থ্য সেবাও দিয়ে যাচ্ছেন অনেকে। তবে বন্যা দুর্গতদের সংখ্যা অনেক বেশি হবার কারণে ডিম খেতে হচ্ছে সাধারণ স্বেচ্ছাসেবীদের।
সমস্যা দ্রুতই সমাধান হবে এমনটি মনে করছেন সমাজ সেবীরা। তারা বলছেন ইতোমধ্যে রাষ্ট্রযন্ত্র থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাই অসহায় মানুষের পাশে তাদের সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করার লক্ষ্যে কাজ করছেন বর্তমান সরকার।