শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

বঙ্গবন্ধু হত্যাকান্ড;বাঁচাতে আসেনি কেউ”

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৭৭ বার

ধনঞ্জয় দে

===================================
বিশ্ব রাজনীতিতে যখনই মেরুকরন তৈরি হয় তখন ক্ষমতা নিয়ে হয় কাড়াকাড়ি ।তখন সেই যুদ্ধে একদল জয়ী হয় আরেকদল হয় পরাজিত ।

 

এইরকম পরিস্থিতিতেই রাজনৈতিক হত্যাকান্ড সৃষ্টি হয় । পৃথিবীতে যখন থেকেই রাজনীতি তৈরি হয়েছে তখন থেকেই রাজনৈতিক হত্যাকান্ডও ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ।

 

স্বাধীন বাংলাদেশে কিছু বাঙালীবেশী পরাজিত সেনাবাহিনীর কিছু বিপথগামী অফিসার দ্বারা সংঘটিত হয় বঙ্গবন্ধু সহ তার পরিবারের হত্যাকান্ড ।

 

এই হত্যাকান্ডের উদ্দেশ্য শুধুই বঙ্গবন্ধুকে হত্যা করা ছিল না । এটা ছিল বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর অথবা একটি কনফেডারেশন করা ষড়যন্ত্রের প্রথম এবং প্রধান পদক্ষেপ ।বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে খুনিরা খন্দকার মোশতাককে ক্ষমতায় বসায় ।

লেখকঃ ধনঞ্জয় দে

এই খুনি সরকার এরপর দেশের মৌলিক চিন্তাধারা ও বাংলাদেশ অবকাঠামোগত সবকিছুর নাম পরিবর্তন করে । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তিত হয়ে গিয়ে হয় ইসলামী প্রজাতন্ত্রী বাংলাদেশ ।

 

বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর সংবিধানকে ও তার মূলনীতিকে ধ্বংস করা হয় ।

 

বঙ্গবন্ধু ও তার পরিবারের এ হত্যাকান্ড ঠেকানো যেত এবং সব রকম উপায় ছিল ।কিন্তু কেউই তা করেননি শুধু তাকিয়ে দেখা ছাড়া । সবাই ছিল কিংকর্তব্যবিমূঢ় ।আবার কেউ কেউ ইচ্ছা করেই সাহায্যের হাত বাড়ায়নি ।

 

১৯৭৫ সালের ১৪ আগস্ট রাত থেকেই ঘাতকের দল তাদের কার্যক্রম শুরু করে । রাতের অনুশীলনের নাম করে ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এলাকা থেকে সৈন্য ভর্তি ট্রাক ও ট্যাংকগুলো বের হতে থাকে ।

 

এগুলোর গন্তব্য থাকে শহরের দিকে যাওয়া এবং বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানকে দখল করে অবস্থান নেওয়া । আশেপাশে অবস্থান করা সেনাবাহিনীর অন্য ইউনিট সদস্য কর্তব্যরত অফিসার সিনিয়র অফিসার সবাই এগুলো দেখেছে কিন্তু কেউই নিরাপত্তার কথা ভেবে এগিয়ে আসেনি ।

 

তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ যখন টের পেলেন যে ঘাতকদল বঙ্গবন্ধুর বাসভবনে আক্রমন করেছে তখন তিনি ক্যান্টনমেন্ট থেকে সৈন্য মুভ করার আদেশ দিলেও কেউ তার আদেশ পালন করেনি ।

 

ভোরে এই আক্রমনের খবর শুনে তিনি জেনারেল জিয়া ও ব্রিগেডিয়ার খালেদকে ফোন করেন তার কাছে আসতে বলেন ।কিছুক্ষনের মধ্যে তারা সেনা প্রধানের বাসায় এসে উপস্থিত হয় । জেনারেল জিয়া সেই অবস্থায় পূর্ন সামরিক পোষাকে উপস্থিত হন এবং খালেদ ঘুমানোর পোষাক পড়া অবস্থায়ই আসেন ।

 

কিন্তু ওইসময়ে সেনাপ্রধান যেই উদ্যোগই নিতে যাচ্ছিলেন জিয়াউর রহমান তার সব কর্মকাণ্ডে বাধা দিচ্ছিলেন ফলে সময় অনেক অতিবাহিত হয় । এক পর্যায়ে ঘাতকদের অন্যতম মেজর ডালিম এসে সবাইকে একপ্রকার জিম্মি করে তাদের বঙ্গভবনে নিয়ে যান।

 

তারা সেখানে খন্দকার মোশতাকের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন ।চাপে পড়ে হোক আর ইচ্ছাকৃতই হোক সেদিনের সেনানায়করা আনুগত্য প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন কারণ এই পরিবর্তনের পক্ষে সবাই মত দিয়েছিল ফলে শক্তির সমন্বয় সম্ভব হয়নি।

 

ঘাতকদল আগে থাকতেই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ক্যান্টনমেন্টে তাদের অবস্থান শক্ত করে ।ফলে কেউই এদের সামনে আগাতে সাহস পায় নি ।আর বড় অফিসাররাও চুপ ছিলেন বিশেষ করে জেনারেল জিয়া খুনিদের মদদ দিয়েছেন যাতে নিজে পরবর্তীতে তিনি ক্ষমতা দখল করতে পারেন ।

 

১৫ আগস্ট সকালে রেডিও থেকে ঘোষনা দেওয়া হচ্ছিল যে এটি সামরিক অভ্যুত্থান । কিন্তু সিনিয়র অফিসাররাই এবিষয়ে আগে থাকতে কোন খোঁজ খবর রাখেননি । গোয়েন্দা বিভাগও ব্যার্থতার পরিচয় দিয়েছে ।

 

সেদিনের সেনাপতিরা যাদেরকে বঙ্গবন্ধু একদিন বীরউত্তম বীরবিক্রম খেতাব দিয়েছিলেন তারা যদি কাপুরুষের মত খুনিদের প্রতি আনুগত্য প্রকাশ না করে আঘাত হানতেন তাহলে হয়তো ইতিহাস আজকে অন্যরকম হতে পারতো ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com