বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো অন্তত ৩৫ জন।
রোববার বিকেলে শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার কিছু পরে সেউজগাড়ি পালপাড়ায এলাকা থেকে রথযাত্রা নিয়ে কয়েক হাজার পুণ্যার্থী বের হন।
রথটি আমতলা সেউজগাড়ী মোড়ে স্টেশন রোডে ওঠার পর রথের মাস্তুলের সাথে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ঘটে যায়। এতে মুহূর্তেই রথের সঙ্গে থাকা অসংখ্য পুর্নার্থী বিদ্যুতায়িত হয়ে পড়ে।
দুর্ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়ার পর জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অলক অতশী নরেশ ও রঞ্জিতা নামের ৪ জন প্রাণ হারান।
পরে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান অজ্ঞাত আর এক নারী। এখনো অন্তত ৩৫ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।