ব্যারিস্টার সুমন এবার ফুটবল নিয়ে নতুন স্বপ্ন দেখালেন নিজ এলাকার অনেক পরিবারকে তিনি স্বাবলম্বী করার পাশাপাশি বিভিন্ন স্থানে আয়োজিত খেলার মাঠে অংশগ্রহণ করছেন।
বিশেষ করে সংসদ সদস্য হওয়ার পরে তার স্বপ্ন বাস্তবায়নে তিনি এখন জেলা থেকে জেলায় ঘুরছে।
আর একটাই উদ্দেশ্য দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ফুটবলকে আরো শক্তিশালী করা।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেছেন আমি ফুটবলের ব্যাপারে প্রতিবাদ করছি বহু আগে থেকে। প্রতিবাদ করতে করতে আমি মেম্বার অফ পার্লামেন্ট।
আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে পারি। আমার একটা বিশ্বাস ফুটবলের যে গণজাগরণ শুরু হয়েছে আমার যতটুকু সাধ্যের মধ্যে আছে আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করবো।
শনিবার বিকালে জামালপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন তিনি চেষ্টা করে যাচ্ছেন সবার প্রথম প্রেম ফুটবল এই ফুটবলের প্রেমটা আবার ফিরিয়ে নিয়ে সবাইকে আবার মাঠে নিয়ে আসতে চান তিনি।
শনিবার বিকালে জামালপুর পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর -৫ সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ সহ আরো অনেকে। খেলায় এক এক গোলে ড্র হয়। খেলা দেখতে স্টেডিয়ামে মানুষের ঢল নামে।