ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর(ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক মো. আজহারুল ইসলাম।
আজ রবিবার সকাল থেকে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরে ফরিদপুর শহরের গোয়ালচামট ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ ২ কার্যালয়ের অভ্যন্তরে নবনির্মিত আধূনিক রেস্ট হাউস এর উদ্বোধন করেন। একই সাথে কার্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন তিনি।
উদ্বোধন শেষে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার ওজোপাডিকোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় অন্যান্যের মধ্যে ওজোপাডিকোর নির্বাহী পরিচালক মো. আবু হাসান, তত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল আলম, নির্বাহী প্রকৌশলী ফরিদপুর-২ মো. মুরশীদ আলম, নির্বাহী প্রকৌশলী ফরিদপুর-১ মো. মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী শরীয়তপুর কেএম আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাজবাড়ী মো. আমিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. সবুক্তগীনসহ ৪ জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এর পরে ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাগন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদনের উদ্যেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।
এ জাতীয় আরো খবর..