নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত হলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ফরিদপুর আওয়ামী রাজনীতির জীবন্ত কিংবদন্তি নেতা বিপুল ঘোষের সহধর্মিণী স্মৃতি কণা ঘোষ (৬২)।
সোমবার দুপুর সাড়ে ৩টায় শহরতলির শিবরামপুরের বাড়িতে তাকে সমাহিত করা হয়।
এসময় সেখানে তার উদ্দেশ্য ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা ও সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন সহ জেলা আওয়ামীলীগের নেতারা।
এরপর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান নেতারা। এছাড়া শহর আওয়ামলীগ, কোতয়ালী থানা আওয়ামীলীগ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, শ্রমিকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ফুলেল শ্রদ্ধা জানান।
পরে তাকে চোখের জলে বিদায় জানিয়ে সমাহিত করেন পরিবার, আত্মীয় স্বজন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন ও হাজারো ব্যক্তিবর্গ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুকালে বিপুল ঘোষ ভারতে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই ওই দিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি ভারতে থেকে চলে আসেন। বিপুল ঘোষের সিদ্ধান্ত ও পারবিবারিক কারনে সোমবার দুপুরে শহরতলির শিবরামপুর নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।