শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির শহীদ বেদিতে হাবিপ্রবি রসায়ন বিভাগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ  ৫ আগস্টের পর বিসিসিতে মনির ক্যাডার স্টাইলে দায়িত্ব পালন করছে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী নবান্ন উৎসব শুরু হাবিপ্রবি’র নতুন বছরের ক্যালেন্ডার-ডায়েরি তে আসতে পারে যেসব পরিবর্তন  হাবিপ্রবিতে সিআর জিআরদের ‘অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস’ সেমিনার অনুষ্ঠিত  ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর ২০২৫-২৬ সেশনের জন্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি বরিশালে গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড জাপার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি টিপু কারাগারে বরিশালে স্পিড বোটের দুর্ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে উদ্ধার শিক্ষা মন্ত্রাণালয়ের উপ সচিব বরিশালের মুলাদীতে সড়ক দূর্ঘয়নায় নিহত

পরিবেশ রক্ষার জন্য বনায়নের বিকল্প নেই-এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ বার

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তণ রোধের নিরলস যোদ্ধা হিসাবে সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্ব আজ ঝুঁকির মধ্যে রয়েছে। দিনে দিনে সমুদ্রের পানি বিপদসীমার উপর দিয়ে ৪/৫ ফিট বৃদ্ধি পাচ্ছে।

জলবায়ুর প্রভাবে দেশের ঋতু বৈচিত্রের ব্যাপক পরিবর্তণ দেখা দিয়েছে।

এর থেকে বাচাঁর একমাত্র উপায় পরিবেশ রক্ষা করা। আর পরিবেশ রক্ষার প্রধান উপায় হলো বনায়ন করা। পরিবেশ রক্ষার জন্য বনায়নের বকল্প নেই। অকারণে গাছ নিধন বন্ধ করতে হবে এবং পরিবেশ দুষণ রোধ করতে হবে।

বৃহস্পতিবার সকালে লালমোহনে নব নির্মিত লালমোহন রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয় উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালমোহন রেঞ্জ কর্মকর্তা আশীষ কুমার দে।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বনবিভাগের কর্মকর্তা কর্মচারী ও লালমোহন বন বিভাগের বিভিন্ন উপকারভোগীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com